শুক্রবার শুরু আইপিএল। ২ মাসের মেগা টুর্নামেন্ট এবার আরও ঝকমকে। প্রতিযোগিতার মানও বাড়ছে দ্বিগুণ। থাকছে একগুচ্ছ নতুন নিয়ম।
এবার আইপিএলে অধিনায়করা টিমের তালিকা টসের পরেই জানাতে পারবেন। আগে থেকে টিমের তালিকা দিতে হবে না। অর্থাৎ দুই রকম টিম তৈরি করে রাখতে পারবেন অধিনায়ক ও কোচ। টসে হারলে একরকম। জিতলে অন্যরকম টিম নিয়ে নামতে পারবেন। DRS নেওয়ার নিয়মও পরিবর্তন। নো বল, ওয়াইড বলের ক্ষেত্রেও এবার রিভিউ আবেদন করতে পারবেন অধিনায়ক।
এবার আইপিএলে আরও একটি নতুন নিয়ম থাকছে। ইমপ্যাক্ট প্লেয়ার। এই নিয়ম অনুযায়ী, প্রথম একাদশের বাইরে ৫ জন ক্রিকেটার পছন্দ করতে পারবেন অধিনায়ক। সাবস্টিউট হিসেবে ম্যাচের যে কোনও সময় এই ক্রিকেটারদের নামানো যাবে। যদি কোনও টিমে ৪ জন বিদেশি ক্রিকেটার থাকেন, তা হলে ৫ জন পরিবর্ত ক্রিকেটারই ভারতীয় হতে হবে।