রাজার মাঠে রাজকীয় ম্যাচ। আর সেই মাঠে নজর এক কিংয়ের দিকেই। তিনি বিরাট কোহলি। ভারতীয়রা তো বটেই, এই ম্যাচে মাঠে নামার আগে অজিরাও তাকিয়ে রয়েছেন বিরাট ব্যাটের দিকেই। ক্যামরন গ্রিন থেকে স্টিভ স্মিথ, সবার মতে ওভালে এই ফাইনাল তাঁদের পেস অ্যাটাকের সঙ্গে বিরাটের ব্যাটে। ক্যামন গ্রিন জানিয়েছেন, আইপিএলে যে ছন্দে বিরাট ব্যাট করেছেন, তাতেই কোনও সন্দেহ নেই ওভালের পিচেও সেই তাণ্ডব চলতে পারে। স্মিথের দাবি, বিরাট বরাবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসেন। তাই লড়াই অবশ্যই থাকবে।
প্রায় ৫০ বছরের বেশি টেস্ট ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। এই প্রথম দুই দল খেলতে নামছে কোনও নিরেপক্ষ মাঠে। তাও আবার ইংল্যান্ডের মাটিতে। অধিনায়ক বিরাট গত বছর বিলেতে মাটি থেকে কাপ আনতে পারেননি। এবার রোহিতের উপর দায়িত্ব। তবে পরিসংখ্যানে দাবি, ঘরে ও হোক বা বাইরে, অজিদের বিরুদ্ধে সবসময় কথা বলে বিরাটের ব্যাট।
শুধু বর্তমানরা নন, এই ম্যাচে ইতিমধ্যেই ভারতকেই এগিয়ে রাখছেন গ্রেগ চ্যাপেল থেকে রিকি পন্টিং। আর এখানেই রোহিতদের সতর্ক করছেন গাভাসকর থেকে সৌরভ। তাঁদের মতে, এটাই অজিদের মেন্টাল গেম। তাই কামিন্সদের চিন মিউজিকের জন্য অপেক্ষা করতে বলেছেন শুভমন গিল, ইশান কিষাণদের।