ফিরে গেলে, আর ফিরে আসা যাবে না। কারণ, টিকিট এখানে অমূল্য। তাই ট্রেন ধরতে গিয়েও সিদ্ধান্ত বদলে ফেললেন ধোনি ভক্তরা। আমেদাবাদ থেকে চেন্নাই ফেরার টিকিট বাতিল করে তাঁরা রাত কাটালেন স্টেশনের মধ্যে। মাটিতে শুয়েই কাটিয়ে দিলেন একটি রাত। কারণ, রবিবারের ম্যাচের টিকিটেই সোমবার খেলা দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ধোনি-ভক্তদের স্টেশনে রাত কাটানোর ছবি এখন ভাইরাল। যদিও সেই ছবি এবং ভিডিও-র সতত্যা যাচাই করেনি এডিটরজি বাংলা।
রবিবার আইপিএলের মেগা ফাইনাল থাকলেও, একটি বলও খেলা হয়নি। রাত ১১টা পর্যন্ত বৃষ্টি জেরে ভেস্তে গিয়েছিল ম্যাচ। তাও সিএসকে ভক্তরা মাঠে থেকে অপেক্ষা করেছিলেন ম্যাচ শুরু হওয়ার। সোশাল মিডিয়ায় ধোনির এক ভক্ত দাবি করেন, স্টেশনে ফিরেই তাঁরা সিদ্ধান্ত নেন, এই ম্যাচ না দেখে চেন্নাই ফিরবেন না। তাই রাতের ট্রেনের টিকিট বাতিল করে স্টেশনের মাটিতেই শুয়ে পড়েন।
এদিকে সোমবার সকালেও বৃষ্টি হয়েছে আমেদাবাদে। সন্ধ্যার দিকেও বৃষ্টির পূর্বাভাসই দেওয়া আছে। তবুও ধোনি ভক্তদের দাবি কাপ তাঁরা চেন্নাই নিয়ে যাবেন।