বিশ্বজয়ী বাংলার তিন কন্যাকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেবে রাজ্য সরকার। সোমবার একথা ঘোষণা করেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই টুইট করে বাংলার তিন কন্যা-সহ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় তিনি লিখেছেন, দুর্দান্ত জয়ের জন্য মেয়েদের যুব দলকে অভিনন্দন। এই দলেই রয়েছেন বাংলার তিন ক্রিকেটার রিচা ঘোষ, তিতাস সাঁধু এবং হৃষিতা বসু। এই তিন ক্রিকেটার দেশে দেশে ফিরলেন তাঁদের সংবর্ধনা দেবে রাজ্য। সেইসঙ্গে দেওয়া হবে আর্থিক পুরস্কার।
এরআগে পুরস্কারের কথা ঘোষণা করেছিল বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, মেয়েদের যুব দলের প্রত্যেক ক্রিতকেটারকে পাঁচ কোটি করে টাকা দেওয়া হবে। এই বিশ্বকাপ দলে ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ, হুগলির তিতাস সাঁধু এবং হাওড়ার হৃষিতা বসু। এরমধ্যে হৃষিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার অ্যাকাডেমির ক্রিকেটার।
বিশ্বচ্যাম্পিয়নদের এ বার ঘরে ফেরার অপেক্ষা। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বজয়ী ভারতীয় মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে।