লোকসভা ভোটের আগেই কী শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব ? ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দর থেকে তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শুক্রবার থেকে শুরু হবে এই মরশুমের আইপিএল। প্রাথমিক ভাবে সাতই এপ্রিলের সূচি ঘোষণা করা হয়েছে। বোর্ডের অন্দর থেকে ইঙ্গিত ১৯ এপ্রিলের আগে থেকেই হয়তো দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে পারে।
প্রাথমিক ভাবে যা সূচি জানা গিয়েছে, তাতে বাংলা নববর্ষের দিন ইডেনে হতে পারে বড় ম্যাচ। ওই দিন বিকেলে মুখোমুখি হতে পারেন হার্দিক পান্ডিয়া ও শ্রেয়স আইয়ার। এছাড়াও ভোটের আগে আরও তিনটি ম্যাচ খেলতে পারে কেকেআর।
ভোটের মধ্যে আইপিএলের ফাইনাল কবে ? সরকারি ভাবে ঘোষণা না হলেও, সূত্রের দাবি আগামী ১৯ মে হতে পারে আইপিএলের ফাইনাল। বোর্ডের তরফে জানা গিয়েছে, এই ব্যাপারে আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে।