ভারত এখনও দক্ষিণ আফ্রিকা গেল না। তার আগেই শুরু হয়ে গেল ইংল্যান্ডকে নিয়ে আগাম চিন্তা। আর সেই চিন্তা শুরু করে দিলেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে ম্যাকালাম জানিয়েছেন, ভারতের মাটিতেই হবে বাজবলের আসল পরীক্ষা।
আগামী বছর পূর্ণ সিরিজ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড। তাতে পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে বেন স্টোকসের ইংল্যান্ড। হায়দরাবাদে সেই ম্যাচ খেলতে নামার আগে ম্যাকালাম জানিয়েছেন, আগামী বছরের গোড়ায় ইংল্যান্ডকে সবচেয়ে কঠিন সিরিজ খেলতে হবে। কারণ, ভারতের বিরুদ্ধে হবে বাজবলের আসল পরীক্ষা।
হায়দরাবাদ ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম, রাঁচি, রাজকোট এবং ধর্মশালায় টেস্ট খেলবে ভারত। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে এই টেস্ট সিরিজ। মাঠে নামার আগেই এই সিরিজে ভারতকে এগিয়ে রাখছেন ম্যাকালাম।