WTC Final 2023 : ওভাল টেস্টে কী রোজ বৃষ্টি ? আজ ফাইনালের আগে কী বলছে হাওয়া অফিস ?

Updated : Jun 07, 2023 06:34
|
Editorji News Desk

অতীত বলছে ভরা জুনে খেলা হলে ইংল্যান্ডে বৃষ্টি হবে। সেই বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্টের ফাইনাল। গতবারও প্রায় একটা দিন বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ফলে ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত দিনে। এবারও সেই ব্যবস্থাই করে রেখেছে আইসিসি। তবে ম্যাচের আগে লন্ডনের হাওয়া অফিস জানিয়েছে, এবার রোজ বৃষ্টির পূর্বাভাস নেই। থেকে থেকে বৃষ্টি হতে পারে বলেই ব্রিটিশ হাওয়া অফিসের দাবি। এরমধ্যেই ওভালে টস ফ্যাক্টর হতে চলেছে বলেই দাবি ক্রিকেট পণ্ডিতদের। 

ইংল্যান্ডে খেলা হবে আর বৃষ্টি হবে না, তা কী করে হয়। তাই হচ্ছেও না। তবুও 

ম্যাচ শুরুর আগে নিজের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিচের চরিত্র দেখেই ঠিক হবে তাঁর প্রথম একাদশ। যে পরিমাণ ঘাস এখনও পিচের উপর আছে, তা দেখে জোরে বোলার খেলানোর দিকেই হয়তো ঝুঁকতে পারে ভারত। সেক্ষেত্রে শামি-সিরাজের সঙ্গে দলে আসতে পারেন শার্দুলও। রোহিতের দাবি, সবটাই নির্ভর করছে বুধবারের আবহাওয়ার উপরেই।

অনেক প্রাক্তনই এই ম্যাচে ভারতকে এগিয়ে রাখছেন। বিশেষ করে রিকি পন্টিং, গ্রেগ চ্যাপেলদের দাবি, ধারে ভারে ভারতের ব্যাটিং শক্তি অনেক এগিয়ে। অস্বীকার করার কোনও জায়গা নেই বিরাট কোহলি, শুভমন গিলদের ফর্ম এই ব্যাপারে কথা বলছে। ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি সময় কাটিয়ে এই ম্যাচ খেলবে চেতেশ্বর পূজারা। সুযোগের অপেক্ষায় রয়েছেন অজিঙ্কা রাহানে। তাঁর নেতৃত্বে ভারত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছে। 

এই পরিস্থিতিতে রোহিত জানিয়েছেন, কম্বিনেশন ঠিক কী হবে, তা বুধবারের আবহাওয়া দেখেই ঠিক হবে। তবে যা ইঙ্গিত চার পেসার নিয়েই মাঠে নামতে পারে ভারত। কারণ, ওভালের বাইশগজের ঘাসের যা বহর, তাতে শামি-সিরাজদের উৎসাহ দিতে পারে। 

London City

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও