তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার যাদবের ব্যাটিং ও দীপক হুডার বোলিংয়ে সহজ জয় পেয়েছে ভারত। তৃতীয় ম্যাচ সিরিজের নির্ধারক। মঙ্গলবার নেপিয়ারের ম্যাকলিয়েন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেই ট্রফি ভারত। কোনও ভুল করতে চাইছেন না অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
দ্বিতীয় T20 ম্যাচে ১১১ রানের দুর্ধর্ষ ইনিংস আসে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। প্রথম তিন উইকেট হারিয়ে যখন ধুঁকছে দল, তখনই টিমের হাল ধরেন সূর্য। মঙ্গলবারও নিউজিল্য়ান্ড টিমে মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে ইশান কিষাণের সঙ্গে ওপেন করেছিলেন ঋষভ পন্থ। মাত্র ১৩ বলে মাত্র ৬ রান করে ফিরেছেন তিনি। ওপেনি জুটিতে পরিবর্তন আনতে পারেন কোচ ভিভিএস লক্ষ্মণ। তবে ফিনিশার ও অলরাউন্ডার হিসেবে ক্যাপ্টেন হার্দিকের পরিণত মস্তিষ্কের প্রশংসা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
নেপিয়ারে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বিকেলে আকাশ মেঘলা থাকবে। গত ম্যাচে রান পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নেপিয়ারে টিমে থাকছেন না তিনি। যা নিয়ে চিন্তা কিউয়ি শিবিরে। তাঁর পরিবর্তে টিমকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। গত ম্যাচে ডেথ ওভারে এসে হ্যাটট্রিক করেছেন। যা নিউজিল্যান্ডকে আত্মবিশ্বাস বাড়াবে। মঙ্গলবার উইলিয়ামসনের পরিবর্তে প্রথম একাদশে থাকবেন মার্ক চ্যাপম্যান। এই ম্যাচ জিতে সিরিজ ড্র করাই লক্ষ্য নিউজিল্যান্ডের।