আরও একবার মন জিতলেন মহেন্দ্র সিং ধোনি। বাস্তব জীবনের নায়ক বোমান ও বেলিকে চেন্নাই সুপার কিংসের বিশেষ জার্সি উপহার দিলেন মাহি। অস্কারজয়ী তথ্যচিত্র 'দা এলিফ্যান্ট হুইসপারার্স' তাঁদের জীবনযাত্রার উপরেই নির্মিত। মঙ্গলবার চিপকে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে জার্সি তুলে দেন ধোনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কার্তিকি গনজ়ালভেজ়।
দলছুট হওয়া বা আহত শিশু হাতিদের শুশ্রুষা করেন বোমান ও বেলি। তাঁদের বড় করে জঙ্গলে সুস্থ জীবনে ফিরিয়ে দেন এই দম্পতি। মঙ্গলবার চেন্নাইয় সুপার কিংস একটি স্পেশাল ইভেন্ট আয়োজন করে। সেই অনুষ্ঠানে আসেন বোমান ও বেলি। ধোনি তাঁদের হাতে সিএসকের কাস্টমাইজ়ড জার্সি তুলে দেন।
ভারতীয় সংস্কৃতির সম্পূর্ণ অন্য একটি দিক তুলে ধরা হয়েছে এই তথ্যচিত্রে। এবার অস্কার জেতে 'দা এলিফ্যান্ট হুইসপারার্স'।