ক্রিকেটে বসত লক্ষ্মী। আজ থেকে চার দশক আগেই তা প্রমাণ করে দিয়েছিলেন জগমোহন ডালমিয়া। সেই ধারাই বয়ে নিয়ে যাচ্ছেন ভারতের বোর্ড কর্তারা। একটি ক্রিকেট পোর্টালের দাবি, জয় শাহের আমলে আরও ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড।
সম্প্রতি ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। তারপর যে হিসাব উঠে আসছে, তাতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেটের বোর্ডের বর্তমান সম্পত্তির পরিমাণ ১৮,৭৬০ কোটি টাকা। বাকি বোর্ডগুলির থেকে শীর্ষে রয়েছে ভারত। ৬০০ কোটি টাকার পুঁজি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে ২৮ গুণ বেশি আয় বিসিসিআইয়ের।
প্রাক্তনদের দাবি, আইপিএল-ই বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেটের মুদ্রারাক্ষসকে। এরউপর বোর্ডকে বেনিফিট দিয়েছে মহিলাদের আইপিএল। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বাকিদের থেকে অনেক এগিয়ে ভারত। আর তার জেরে বোর্ডের লক্ষ্মীর ভাণ্ডার এখন উপছে পড়ছে।