চ্যাম্পিয়ন্স ট্রফিতে কবে হবে ভারত-পাকিস্তান ম্যাচ ? আইসিসির ঘরে এই টুর্নামেন্টের ক্রীড়সূচি জমা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তারপরেই হয়েছে জল্পনা। পিসিবি দাবি করছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে বড় ম্যাচ হবে আগামী বছরের পয়লা মার্চ। ম্যাচ হবে লাহোরে। যদিও এটা এখনও সরকারি নয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্টে ভারত আদৌও খেলবে কীনা, তা নিয়ে গোড়া থেকেই টানাপোড়েন চলছে। তাই, পাক ক্রিকেট বোর্ডের তারিখ নিয়েও আপাতত কোনও মাথাব্যথা নেই বিসিসিআইয়ের। এক কর্তা জানিয়েছেন, তাঁরা এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের মৌতাতে মেতে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভাবনা পরে।
২০২৫ সালে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রস্তাবিত তারিখ ঠিক করা হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ। তার আগে আইসিসির কাছে পূর্ণাঙ্গ সূচি জমা দিল পিসিবি।