ভারতের মাটিতে বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন তামিম ইকবাল। বুধবার বিশ্বকাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে তামিমের বদলে ভরসা দেখানো হয়েছে মাহমুদুল্লা রিয়াদের উপরে। তামিম বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের দল থেকে বাদ সৌম্য সরকারও।
এশিয়া কাপেও দলের বাইরে ছিলেন তামিম। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেও তাঁর ফিটনেস নিয়ে খুশি নন নির্বাচকরা। সেই কারণে তামিমের বদলে দলে নেওয়া হয়েছে তানজিম হাসানকে। চোট সারিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন নাজমুল হাসান শান্তও।
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ভাল বল করা তানজিম হাসান শাকিবকেও বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে মাহমুদুল্লার উপর ভরসা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিশ্বকাপ দল: শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, তানজিম হাসান শাকিব, মেহেদি হাসান মিরাজ, মাহমুদুল্লা রিয়াদ, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান।