প্রশ্নটা খুব পরিচিত। আগেও অনেকবার উঠেছে। কিন্তু উত্তর পাওয়া যায়নি কোনও পক্ষ থেকেই। কে ভালো ক্রিকেটার! সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নাকি বিরাট কোহলি (Virat Kohli)!দুই প্রজন্মের দুই ক্রিকেটারের তুলনা নতুন নয়। এবার এই প্রশ্নের উত্তর দিলেন মাস্টার ব্লাস্টার নিজেই।
আমেরিকান সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গার একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন করেন সচিন তেন্ডুলকরকে। তার জবাবে মৃদু হাসেন সচিন। জানান, "আমরা দুজনে একই টিমে খেললে কেমন হয়!" সরাসরি উত্তর না দিলেও সচিন যে বিরাটকে কতটা শ্রদ্ধা করেন, তা যে বুঝিয়ে দিলেন এই উত্তরেই।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচের উত্তেজনা কাজে লাগিয়েই মেয়েদের নিয়ে আসা যায় ক্রিকেটে, মত পাক অধিনায়কের
রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন সচিন তেন্ডুকর। গড়েছেন অনেক নতুন রেকর্ডও। একই রকমভাবে কেরিয়ার শুরু করার পর বিরাটও বহু মাইলস্টোন স্পর্শ করেছেন। মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট খেলবেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সচিনের শততম সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারেন বিরাটই।