ভারতীয় দলে কি এবার কি এবার কোচের ভূমিকায় রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে শেষ ওভারে জিতিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই শেষ ওভারে অনেক ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু। ঠান্ডা মাথায় কীভাবে ম্যাচ জেতাতে হয়, সেটাই টিমের সতীর্থদের শেখাচ্ছেন।
রিঙ্কুর কাছে এই ফিনিশিং শেখা নিয়ে মুখ খুলেছেন তিলক ভার্মা। তিনি জানিয়েছেন, রিঙ্কুর কাছে তিনি শিখছেন, কীভাবে খেলা শেষ করতে হয়। ও ধারাবাহিকভাবে কাজটা করছে। পরের ম্যাচে সুযোগ পেলে সেটা করতে চান বলেও জানিয়েছেন তিনি।
গতবার আইপিএলে কেকেআরের হয়ে গুজরাতের বিরুদ্ধে শেষ পাঁচ বলে ছয় মেরে ম্যাচ জেতান রিঙ্কু। এর পরই ফিনিশার হিসেবে উঠে আসেন তিনি। ১৪ ম্যাচে ৪৭৪ রান করেন। বিশ্বকাপে সুযোগ না পেলেও, রিঙ্কুর আশা তিনি T20 বিশ্বকাপে সুযোগ পাবেন।