অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল ভারত (India-Australia 2023)। মোহালিতে (Mohali) কে এল রাহুলের নেতৃত্বে রান তাড়া করবে ভারত। টিমে ফিরলেন রুতুরাজ গাইকোয়াড়, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি।
ভারতের হয়ে ওপেন করবেন রুতুরাজ ও শুভমান। তিনে শ্রেয়স আইয়ার, চারে কে এল রাহুল। ইশান কিষাণ, সূর্যকুমার যাদবও আছেন। জাদেজা-অশ্বিন (Jadeja-Ashwin) জুটিতে অনেকদিন পর দেখা যাবে। বোলিং আক্রমণে অশ্বিনের সঙ্গে আছেন শার্দুল, বুমরা ও শামি (Mohammed Shami)।
টসের অপেক্ষায় মোহালি, বিশ্বকাপের আগে চ্যালেঞ্জ অশ্বিনের কাছে
অস্ট্রেলিয়া টিমে অভিষেক করলেন ম্যাট শর্ট। ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, লাবুশানে আছেন। আছেন অলরাউন্ডান ক্যামেরুন গ্রিন, মার্কাস স্টয়নিস। অধিনায়ক প্যাট কামিন্স ছাড়াও টিমে আছেন শর্ট, সিন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।