১৭ বছর পর T20 বিশ্বকাপ জয়ের স্বাদ পেল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথম T20 বিশ্বকাপ জেতে ভারত। ২০০৭ সালে জোহানেসবার্গের পর এবার কেনসিংটন ওভালে রোহিত শর্মার হাতে আইসিসি ট্রফি। রাহুল দ্রাবিড়ের হাত ধরে ২০১১ সালের পর প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।
এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্টে পিচ নিয়ে অনেক অভিযোগ ছিল। ফাইনালের পিচে সেই আক্ষেপ যেন অনেকটাই মিটিয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটে চোকার্স নামেই পরিচিত দক্ষিণ আফ্রিকা। বড় টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই তাঁদের বিদায় সব সময় নিশ্চিত। কিন্তু আইডেন মারক্রমের হাত ধরে অভিশাপ কাটিয়ে এবার ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে শুরুটা ভাল করলেও শেষ হাসি হাসতে পারলেন না রাবাদা, ক্লাসেনরা। সেই চোকার্স হয়েই থেকে গেলেন তাঁরা।
২০০৭ সালে ধোনির হাত ধরে প্রথম চ্যাম্পিয়ন। তারপর ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস দৃঢ় হয়, যে ভারতও ক্রিকেটবিশ্বে শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে পারে। ২০১১ ও ২০১৩ সালের পর সেই বিশ্বাস আরও মজবুত হয়। কিন্তু ধোনির বিদায়ের পর বড় শূন্যতা তৈরি হয়। বিরাটের নেতৃত্বেও সাফল্য পায়নি ভারত। রোহিত শর্মা দায়িত্ব নিয়েও ভারতকে এতদিন চ্যাম্পিয়ন করতে পারেননি। শনিবার কেনসিংটন ওভালে ভারতের সেই ট্রফির খরা যেন কাটল। ১১ বছর পর আইসিসি ট্রফি নিয়ে দেশে ফিরছেন রোহিত ব্রিগেড।