কাঁধের কাছে রয়েছে বিশেষ নকশা। জাতীয় পতাকার তিনটি রং-ই রাখা হয়েছে কাঁধের উপরে। সঙ্গে রয়েছে সাদা স্ট্রাইপ। এই নতুন জার্সিতেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ঘরের মাঠে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হচ্ছে ভারতীয় দলের এই নতুন জার্সির।
নতুন জার্সিতে বিরাট-রোহিতদের ফটোশুট ইতিমধ্যেই ভাইরাল। নতুন ছবি পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। জস বাটলারদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামার আগে নতুন জার্সিতে বেশ চনমনে দেখিয়েছে শুভমন, যশস্বীদের।
যদিও নতুন জার্সিতে ইতিমধ্যেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারতীয় মহিলা দল। এবার নতুন জার্সি গায়ে দেবেন শামি-বরুণ চক্রবর্তীরা।