রায়পুরে শনিবার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ভারত (Team India)। এই ম্যাচ জিতলে অন্য নজির গড়তে পারে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে টিম। পাশাপাশি ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে (ODI Ranking) শীর্ষে উঠে আসতে পারে রোহিত ব্রিগেড। বর্তমানে এক নম্বরে রয়েছে কিউয়িরা।
গত ১১টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই ঘরের মাঠে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফর্মে আছেন শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতীয় বোলাররাও দারুণ ফর্মে আছে। প্রথম ম্যাচে মাইকেল ব্রেসওয়েল দুরন্ত ইনিংস খেলেছেন। এই ম্যাচে তাঁর বিরুদ্ধে একটু সামলে বোলিং করতে হবে টিমকে। রায়পুরেও প্রথম একাদশে কোনও পরিবর্তন হয়তো করবেন না অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: ঘরের মাঠে ফের হার ইস্টবেঙ্গলের, ২-০ গোলে জয় হায়দরাবাদ এফসির
শনিবারও রোহিতের সঙ্গে ওপেন করবেন শুভমান গিল। তিন নম্বরে আসবেন বিরাট। চারে ইশান কিষাণ, পাঁচে সূর্যকুমার যাদব। ছয়ে হার্দিক পান্ডিয়া। ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরও বিপক্ষ বোলারদের শাসন করতে পারেন। টিমে থাকবেন কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।