বিরাট কোহলির সেঞ্চুরির সৌজন্যে আমেদাবাদে লিড নিল টিম ইন্ডিয়া। ১৬১ ওভারে ৪৮০ রান তুলে ফেলে ভারত। ক্রিজে আছেন বিরাট ও অক্ষর প্যাটেল। হাফসেঞ্চুরির পথে প্যাটেলও। রবিবার উইকেটে শেষ সেশন কাটিয়ে ফেললে এই টেস্ট ড্রয়ের পথে।
প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া। সেঞ্চুরি পান অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা। সেঞ্চুরি করেন ক্যামেরুন গ্রিন। তৃতীয় দিন ব্যাট করতে নেমে কেরিয়ারর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূরণ করেন শুভমান গিল। আমেদাবাদ টেস্টে চতুর্থ দিন ছিল বিরাটের। কেরিয়ারের ২৮তম টেস্ট সেঞ্চুরি করেন তিনি। বিরাটের ব্যাটিংয়ের ভর করেই লিড নেয় টিম ইন্ডিয়া।