ওভালে ১০০ রান তোলার আগেই ব্যাটিং ধস ভারতের (Team India)। ৪৬৯ রানের বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে ফেলল ভারত। ফিরলেন রোহিত, শুভমান, পূজারা ও বিরাট কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই সহজ হবে না। তা আগে থেকেই জানা ছিল। কিন্তু কামিন্স, স্টার্ক, বোলান্ডদের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটসম্য়ানরা।
আরও পড়ুন: মেসি ম্যাজিকের দাপট, মিয়ামি ম্যাচের টিকিটের দাম বাড়ল ১৪০০ গুণ
১৫ রানে কামিন্সের ডেলিভারিতে এলবিডব্লিউ হন রোহিত। বোলান্ডের বলে বোল্ড হন গিল। ক্যামেরুন গ্রিন বোল্ড করেন পূজারাকে। বিরাট কোহলিকে ফেরান মিচেল স্টার্ক। ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৮ রান ভারতের।