৪৪৪ রানের বিরাট টার্গেট। টিমে এত বিশ্বমানের ব্যাটসম্যান। WTC ফাইনালে দ্বিতীয় ইনিংসে নেমেও ঝটকা খেল ভারত। অষ্টম ওভারে বোলান্ডের ডেলিভারিতে ফিরলেন শুভমান গিল।
দীর্ঘদিন পর ব্যাটে রান পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নাথান লিওনের ঘূর্ণি বলেই কাবু হলেন হিটম্যান। ৪৩ রান করে ফিরলেন তিনি। চেতেশ্বর পূজারার সঙ্গে ক্রিজে বিরাট কোহলি়র। অন্তত দুটি সেঞ্চুরি না এলে, এই ম্যাচ বের করা কঠিন ভারতের।
আরও পড়ুন: বিশ্ব টেস্টের ফাইনাল জিততে ভারতের সামনে টার্গেট ৪৪৪ রান
এদিন ২৭০ রানে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে। রোহিত ও গিল, দুই ওপেনারকে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের ডেলিভারিতে ফেরেন চেতেশ্বর পূজারাও। ২৭ রান করেন তিনি। শুরুতেই ৩ উইকেট তুলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া।