ঠিক যেন পুজোর মতো। পুজো আসলে যেমন নতুন জামা হয়, তেমনই বিশ্বকাপের আগে নতুন জার্সি পেয়ে গেলেন রোহিত শর্মারা। এক ভিডিও প্রকাশ করে বুধবার তা সামনে আনল ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর অ্যাডিডাস। এই প্রথম কোনও জার্মান কোম্পানির তৈরি পোশাকে বিশ্বকাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া।
শুধু নতুন জার্সি নয়, তার সঙ্গে একটি থিম সঙও প্রকাশ করা হয়েছে। যার গায়ক র্যাপার রফতার। এতদিন ভারতীয় ক্রিকেট টিমে জার্সিতে তিনটি তারা থাকত। প্রথম দুটি ছিল বড় বিশ্বকাপ জয়ের। আর একটি ছোট বিশ্বকাপ জয়ের। কিন্তু নতুন জার্সিতে থাকবে শুধুমাত্র ১৯৮৩ এবং ২০১১ সালের বিশ্বজয়ের কৃতিত্ব।
আরও একটি পরিবর্তন হয়েছে ভারতীয় জার্সিতে। বিরাটদের কাঁধে সাদার বদলে বিশ্বকাপের জন্য জন্য থাকবে ত্রিরঙ্গা। আগামী আট তারিখ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই জার্সি পরেই চেন্নাই থেকে বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।