প্রথম ম্যাচে ১২ রানে জয়। ম্যাচ জিতেও বড় শাস্তির কোপে টিম ইন্ডিয়া (Team India)। ম্যাচ ফি কাটা গেল রোহিত শর্মাদের। হায়দরাবাদে প্রথম ওয়ানডে ম্যাচে নির্ধারিত সময় ম্যাচ শেষ করতে পারেনি টিম। শনিবার নামার আগে তার জেরেই শাস্তি পেল টিম ইন্ডিয়া।
প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের পরেও ৩ ওভার বাকি ছিল ভারতের। আইসিসির নিয়ম অনুযায়ী, ম্যাচ সময়ে শেষ করতে না পারলে জরিমানা (ICC Fine) দিতে হবে। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হবে। সব মিলিয়ে টিম ইন্ডিয়ার ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। ম্যাচ রেফারির কাছে নিজেদের ভুল স্বীকার করে নেওয়ায় শুনানি হবে না বলেছে আইসিসি।
আরও পড়ুন: রায়পুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামবে ভারত, একই টিম নিয়ে নামছে রোহিত ব্রিগেড
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে ডাবল সেঞ্চুরি করেন শুভমান গিল। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মাইকেল ব্রেসওয়েল করেন ১৪০ রান। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রায়পুরে নামবে ভারত।