ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় T20 ম্যাচ। রবিবার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। শনিবার একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিসিসিআই। ইন্দোরে কোন খাবার দলের সবার প্রিয়। জানিয়েছে টিম। দলে সবথেকে মজার ক্রিকেটার কে, সেই নামও জানিয়েছেন ক্রিকেটাররা।
প্রথম T20 ম্যাচে ৬ উইকেটে জেতে টিম ইন্ডিয়া। রবিবার ইন্দোরের হলকর স্টেডিয়ামে ম্যাচ। খেলতে নামার আগে ক্রিকেটাররা বললেন, ইন্দোরে তাঁদের প্রিয় খাবার পোহা। ইন্দোরে অধিকাংশ ক্রিকেটার এই খাবারই পছন্দ করছেন। মধ্যপ্রদেশের ছেলে আবেশ খান এবার টিমে আছেন। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, তাঁর শহরে সবাইকে স্বাগত। সতীর্থরা স্বীকার করে নিয়েছেন, আবেশ মজার ছেলে। তাঁর কথায় টিমের সতীর্থরা হাসে।
রবিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিরাট কোহলি। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলে সিরিজ জিতে যাবে ভারত।