অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাখাপত্তনমে দারুণ ইনিংস অধিনায়ক সূর্যকুমার যাদবের। অস্ট্রেলিয়ার ২০৮ রান তাড়া করে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। সেই জয়ের পর টিম হোটেলে ফিরে কেক কাটলেন ক্রিকেটাররা।
এবার বিশ্বকাপে সূর্যকুমার যাদবকে একেবারেই ছন্দে পাওয়া যায়নি। কিন্তু বিশাখাপত্তনমে প্রথম T20 ম্য়াচে দুরন্ত ফর্মে ছিলেন সূর্য। ৪২ বলে ৮০ রান করেন তিনি। দুরন্ত ছন্দে ছিলেন ইশান কিষাণও। শেষ ওভারে ক্রিজে দাঁড়িয়ে ম্যাচ জেতান রিঙ্কু সিং। এরপরই টিম হোটেলে ফিরে সেলিব্রেশনে মেতে ওঠে টিম।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও দুটি T20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ হবে কানপুরে ও অন্য ম্যাচটি হবে বার্সাপারা স্টেডিয়ামে।