বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বাংলাদেশ। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ড চ্যালেঞ্জ। যে সিরিজ শুরু হচ্ছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। টি-টোয়েন্টি সিরিজ জিতে রোহিতের কাজ সহজ করে দিয়েছেন সূর্য কুমার যাদব। এবার একদিনের সিরিজে রোহিতকে বাকি কাজ করতে হবে।
নাগপুরে ভারতের একদিনের দলে ফিরছেন বিরাট কোহলি, শুভমন গিলরা। সদ্য রণজি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে ব্যাট করতে নেমে চরম ব্যর্থ বিরাট। শতরান পেয়েছেন শুভমন। খুব একটা ভাল অবস্থা নয় অধিনায়কের। তাই নাগপুর থেকে ফের নতুন চ্যালেঞ্জ হতে পারে ভারতের টপ অর্ডারের কাছে।
প্রাক্তনরা বলছেন, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া বেশ ব্যালান্স। বুমরা নেই। তাই বাটলারদের বিরুদ্ধে রোহিতের অস্ত্র হতে পারেন মহম্মদ শামি। তাঁর উপরেই বেশি নজর থাকবে। তবে কি হবে ওপেনিং কম্বিনেশন, নাগপুরে সেইদিকে নজর থাকবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে ভারত। নাগপুরের পর খেলা হবে কটকে। সিরিজের শেষ ম্যাচ হবে আমেদাবাদে। এই ম্যাচ খেলেই দুবাই উড়ে যাবে টিম ইন্ডিয়া। ভাষা দিবসের আগের দিন চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। প্রতিপক্ষ বাংলাদেশ।