রবিবার থেকে শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ। বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া। এয়ারপোর্টে সিরাজদের স্বাগত জানালেন ভারতীয় সমর্থকরা। রবিবার ডারবানে প্রথম T20 ম্যাচে নামবে টিম ইন্ডিয়া।
বিসিসিআই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। সেই ভিডিয়োতে রুতুরাজ, সূর্যকুমার যাদব, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ারদের দেখা গিয়েছে। এয়ারপোর্টের বাইরে তাঁদের সঙ্গে সেলফিও নিলেন সমর্থকরা। ভিডিয়োতে দেখা যায় ইশান কিষাণ, রিঙ্কু সিংদেরও। টিম হোটেলেও দলকে স্বাগত জানান হোটেল স্টাফরা।
এবার দক্ষিণ আফ্রিকায় ৩টি T20 , ওয়ানডে সিরিজ ও ২টি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রায় একমাস ধরে দক্ষিণ আফ্রিকায় সিরিজ চলবে।