ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) টি২০ সিরিজে (T20 Series) দুরমুশ করার পর শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে খেলতে লখনউ (Lucknow) পৌঁছে গেল টিম ইন্ডিয়া(Team India)। ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে(Atal Bihari Vajpayee Ekana Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০-তে নামবে ভারত (India)।
বিসিসিআইয়ের(BCCI) তরফে রোহিত শর্মাদের(Rohit Sharma) লখনউ পৌঁছানোর খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই কোভিড সুরক্ষাবিধি (Covid Protocol) মেনে টিম ইন্ডিয়া প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে, তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে মঙ্গলবারই ভারতে এসেছে শ্রীলঙ্কা (Sri Lanka)।
শ্রীলঙ্কার(Sri Lanka) বিরুদ্ধে তিনটি টি২০ এবং দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া (Team India)। লখনউতে ভারত-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলেও বাকি টি২০ ম্যাচগুলি ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে(HPCA Stadium) খেলা হবে।
আরও পড়ুন- Wriddhiman Saha: ঋদ্ধিমান সাহার বাদ পড়া নিয়ে সৌরভেকে চিঠি, পুনর্বিবেচনার অনুরোধ অশোক ভট্টাচার্যের
এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্বের এক নম্বর দলটির নেতা রোহিত শর্মা(Rohit Sharma)। ভারতের তরুণ ব্রিগেড ইতিমধ্যেই দুটি টি২০ সিরিজে(T20 Series) বিপক্ষকে দুরমুশ করেছে।