অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ বাংলার স্পিডস্টার মহম্মদ শামি। সোমবার বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হল ১৫ জনের ভারতীয় দল। নেতা রোহিত শর্মার দলে বিশ্বকাপে নতুন মুখ চোট সারিয়ে ফেরা হর্ষল প্যাটেল। এবং এশিয়া কাপ খেলা অর্শদীপ সিং।
এশিয়া কাপে ভারতীয় বোলিংয়ের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছিল। তারপরেই মহম্মদ শামিকে দলে ফেরানোর দাবি ওঠে। কিন্তু বিশ্বকাপের দল তৈরি করতে বসে শামিকে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার টিকিট দিলেন না জাতীয় নির্বাচকরা। বরং ভুবি-বুমরার সঙ্গে তাঁরা ভরসা রাখলেন হর্ষল এবং অর্শদীপের উপরেই।
দুই উইকেট-কিপার নিয়ে অস্ট্রেলিয়া যাবেন রোহিত শর্মা। এছাড়াও পার্টটাইম উইকেট-কিপার হিসাবে কাজ চালাতে পারেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল। দলে তিন স্পিনার অশ্বিন, চাহাল এবং অক্ষর প্যাটেল।