সোমবার বহু প্রতীক্ষিত আইপিএল ফাইনাল (IPL Final 2023)। রবিবার রাতে বৃষ্টির জেরে ম্যাচ শুরু করা যায়নি। রিজার্ভ ডে-তে (IPL Final Reserve Day) নামবেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ারা। সন্ধ্যা ৭টায় টস হবে। বৃষ্টি না হলে, সন্ধ্যে সাড়ে ৭টায় ম্যাচ শুরু হবে। সোমবারও যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা গুজরাত টাইটান্সই (Gujarat Titans) চ্যাম্পিয়ন হবে। না খেলেই রানার্স হবে ধোনিব্রিগেড। রবিবারের ম্যাচের টিকিট দেখিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন দর্শকরা।
বৃষ্টিভেজা গ্রাউন্ডে টিমে কিছু পরিবর্তন করতে পারে দুই টিমই। রবিবার আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। সোমবারও বৃষ্টি হতে পারে। তাই দলে পেসারের বদলে স্পিনারে জোর দিতে পারে দুই দলই। আইপিএল ফাইনালে ধোনিদের ট্র্যাক রেকর্ড বরাবরই ভাল। যদি ম্যাচ হয়, এই ধরনের পরিস্থিতিতে ধোনির ক্রিকেট মস্তিষ্কে এগিয়ে থাকবে চেন্নাই। নির্দিষ্ট দিনে ম্যাচ না হওয়ায় ক্রিকেটাদের মানসিকতাতেও ধাক্কা লাগবে। যার প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে।
আরও পড়ুন: নাগরে বৃষ্টিতে ভেস্তে গেল রবিবারের মহা ফাইনাল, সোমবারের অপেক্ষায় আমেদাবাদ
সোমবার বৃষ্টি হলে অন্তত ৫ ওভার করে ১০ ওভার ম্যাচ করাতেই হবে। তবে ম্যাচ না হলেও যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে না। আইপিএলে এবার না খেলেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে গুজরাত টাইটান্স। পয়েন্ট তালিকায় এগিয়ে শুভমান গিলরা।