আইপিএল ফাইনালে বাদ সাধল বৃষ্টি। নির্ধারিত সময় খেলা শুরু করা গেল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যার ফলে সমাপ্তি অনুষ্ঠান বা টস কিছুই শুরু করা যায়নি।
৫৮ দিনের টুর্নামেন্টে এখনও পর্যন্ত কোনও ম্যাচে এই পরিমাণ বৃষ্টি হয়নি। বৃষ্টি থামলেও খেলা কখন শুরু হবে, তা নিয়ে গ্রাউন্ড ইনস্পেকশন হবে। রাত সাড়ে ১২টার পর্যন্ত খেলা শুরু হতে পারে। রাত ১০টা ১০ মিনিটে খেলা শুরু হলেও ২০ ওভারের ম্যাচ হবে। তারপর খেলা হবে ৫ ওভার করে ম্যাচ হবে। রিজার্ভ ডে-তে কোনও টিম ব্যাট করার সুযোগ না পেলে যুগ্ম চ্যাম্পিয়ন হবে চেন্নাই ও গুজরাত।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সাড়ে আটটার পরে বৃষ্টি থেমে যেতে পারে। এরপর মেগা ফাইনাল শুরু হতে পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।