আর মাত্র কয়েকঘণ্টা বাকি। সোমবার রিজার্ভ ডে-তেও খেলা হবে তো! মাঠে নামতে পারবেন ধোনি-হার্দিকরা। চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স ম্যাচ নিয়ে সোমবারও এখনও স্বস্তিতে নেই সমর্থকরা। তবে আবহাওয়া দফতর কিন্তু বলছে, সোমবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।
রবিবার সমাপ্তি অনুষ্ঠান করা যায়নি। সন্ধে ৭টায় টস হওয়ার কথা ছিল। তাও হয়নি। টানা বৃষ্টিতে ফাইনাল পন্ড হয়ে যায়। মাঝে ১০ মিনিট বৃষ্টি থামার পর ক্রিকেটাররা মাঠে নামেন। ফের বৃষ্টি শুরু হয়। আহমদাবাদের আবহাওয়া বলছে, সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে হাওয়া বইবে। তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবারও যদি বৃষ্টিতে খেলা পন্ড হয়ে যায়, তা হলে চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কিন্তু ফাইনালের মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পুরো ম্যাচই খেলা হবে বলে আশা করা হচ্ছে।