T20 বিশ্বকাপই ছিল তাঁর শেষ ম্যাচ। আর জাতীয় দলে কোচের দায়িত্বে থাকবেন না তিনি। এই বিশ্বকাপ জয়ের পর চেয়ার ছেড়ে লাফিয়ে উঠতে দেখা যায় রাহুল দ্রাবিড়কেও। ম্যাচের পর জানালেন, এই জয় একদিনের নয়। গত তিন-চার বছরের পরিশ্রমের ফসল।
২০২১ সালের সেপ্টেম্বরে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দ্রাবিড়। সেই সময় থেকে যেমন দল গড়তে চেয়েছিলেন, সেই হিসেব সব সময় মেলেনি। অধিনায়ক রোহিত ও কোচ দ্রাবিড়ের নির্বিষ কম্বিনেশন নিয়ে প্রশ্নও তুলেছিলেন সমালোচকরা। কিন্তু ১৭ বছর পর এই জুটির হাত ধরেই T20 বিশ্বকাপ জয়।
বিশ্বকাপ জয়ের পর রাহুল দ্রাবিড় বললেন, "এই ধরনে টিম একদিনে হয়নি। অনেকদিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। টিমে আমরা যে ধরনের স্কিল চেয়েছি, প্লেয়ার চেয়েছি, তা নিয়ে কথা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে হার। এক মাস পর থেকেই ফের নতুন করে কাজ শুরু। সেই পরিশ্রমেরই ফল এই জয়।"