আগামী বছরের T20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হওয়ার কথা। কয়েকটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পায় ডমিনিকা। কিন্তু ওই দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসি-র বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁরা উন্নয়নের কাজ শেষ করতে পারবেন না। p
ওয়েস্ট ইন্ডিজের ৭ দেশে T20 বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার কথা ছিল। ডমিনিকার উইন্ডসর পার্ক ছিল এর অন্যতম কেন্দ্র। নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেডিয়ামের উন্নয়নের কাজ শেষ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। বেঞ্জামিন পার্কেও সংস্করণ চলছে।
তবে ডমিনিকা সরে দাঁড়াও বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না বলে মনে করছে আইসিসি। বাকি ৬টি দেশ ও আমেরিকার অন্যত্র বিশ্বকাপ আয়োজনে সমস্যা নেই।