এতদিন বৃষ্টির জন্য বন্ধ ছিল খেলা। কিন্তু চতুর্থ দিনের দুপুরে ঝড় উঠল কানপুরের গ্রিনপার্কের স্টেডিয়ামে। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ব্যাটে তচনছ হয়ে গেল ইংল্যান্ডের গড়া রেকর্ড। বাংলাদেশের বিরুদ্ধে মাত্র তিন ওভারে ৫১ রান তুললেন দুই ভারতীয় ব্যাটার। যদিও এই নজির তৈরির আগেই অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে আরও একটা নজির গড়ে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের খালিদ আহমেদকে আউট করে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার নজির গড়লেন বাঁ-হাতি এই স্পিনার।
প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। তারপর শুধু বৃষ্টি। অকাল বৃষ্টি প্রশ্নের মুখে ঠেলে দেয় গ্রিনপার্কে টেস্টের এই ভবিষ্যৎকে। অবশেষে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ২৩৩ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইংনিস। এই ম্যাচেও পড়শি দেশের প্রথম ইনিংস ভেঙে দিলেন সেই যশপ্রীত বুমরা। এই ম্যাচে তিন উইকেট তাঁর।
বাংলাদেশের ইংনিসে দুটি করে উইকেট সিরাজ-অশ্বিন এবং আকাশদীপ। ভারতের বিরুদ্ধে শতরান মমিনুল হকের। ১০৪ রানে অপাজিত থাকেন বাংলাদেশের এই ব্যাটার। জবাবে ব্যাট করতে নেমে, প্রথম তিন ওভারে ঝড় ওঠে অধিনায়ক রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ব্যাটে।