Ind Vs Ban : ক্যাপ্টেন সূর্যের দাপুটে ভারত, হায়দরাবাদের ২২ গজে নয়া রেকর্ড টিম ইন্ডিয়ার

Updated : Oct 13, 2024 16:07
|
Editorji News Desk

ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার। কিন্তু টিম ইন্ডিয়ার দাপুটে পারফরম্যান্স দেখে কে বলবে এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার? বরং মনে হল এই ম্যাচের উপরেই নির্ভর করছে ম্যাচের হার-জিত। শনিবার ১৩৩ রানে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। 

এদিনের ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন সঞ্জু স্যামসন। দীর্ঘদিন সুযোগ পেলেও বড় রানের ইনিংস খেলতে পারেননি সঞ্জু। কিন্তু শনিবার তাঁর তাণ্ডবেই খড়কুটোর মতো উড়ে গিয়েছে বাংলাদেশ। মাত্র ৪৭ বলে ১১১ রান করে সমালোচকদের জোর জবাব দিয়েছেন তিনি। 

হার্দিক পান্ডিয়াকে টপকে টি-টোয়েন্টির অধিনায়ক হয়েছেন সূর্যকুমার। তাঁর নেতৃত্বেই দুর্দান্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। শুধু ক্যাপ্টেন হিসেবে নয় ব্যাটার হিসেবেও নজর কেড়েছেন তিনি।  পরপর তিনটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছেন সূর্য। তাঁর কেরিয়ারের ২১ তম অর্ধশতরান আসে এই ম্যাচে। সূর্য মোট ৭৫ রান করেন। সূর্য আর সঞ্জুর জুটি মোট ১৭৩ রান তোলে।  

এরপর সঞ্জু এবং সূর্য প্যাভিলিয়ানে ফিরলেও অ্যাকসিলারেটর থেকে পা সরায়নি টিম ইন্ডিয়া। রানের গতি অক্ষুণ্ণ রাখেন রিয়ান পরাগ ও হার্দিক পান্ডিয়া। হার্দিকের ব্যাট থেকে আসে ৪৭ রান আর রিয়ান করেন ৩৪ রান। সব মিলিয়ে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তোলে টিম ইন্ডিয়া। যা ভারতের টি-২০ ইতিহাসে সর্বোচ্চ রান। 

IND vs BAN

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও