ওয়াংখেড়েতে ফের সূর্যের তান্ডব। সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। আইপিএলের ফার্স্ট বয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ উইকেটে ২১৮ রান তুলল মুম্বই ইন্ডিয়ান্স। ৪৯ বলে ১০৩ রান করলেন স্কাই। ৪ উইকেট পেলেন রশিদ খান।
ওয়াংখেড়েতে গত ম্যাচেও সূর্যকুমারে বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জেতে মুম্বই। প্লে-অফে ওঠার সুযোগও তৈরি হয়েছে টিমের। এদিন টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠান অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
৩১ রান করেন ইশান কিষাণ। ১৮ বলে ২৯ রান করেন রোহিত। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সূর্য। ৩০ রান আসে বিষ্ণু বিনোদের ব্যাটে।
গুজরাত টাইটান্সের রশিদ খান নেন ৪ উইকেট। সব থেকে বেশি রান দিলেন মহম্মদ শামি। এক উইকেট পেয়েছেন মোহিত শর্মা।