২৫ বলে ৫১ রান। নেদারল্যান্ড ম্যাচে ঝলসে উঠলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স। বিশ্বকাপে (T20 World Cup 2022) যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতের ব্যাটিং লাইন আপ কেন ভয়ঙ্কর, সেটাই দেখালেন তিনি।
এদিন প্রথম থেকেই ফর্মে ছিলেন ভারতীয় ব্যাটসম্য়ানরা। রোহিত শর্মা হাফ সেঞ্চুরি করে আউট হতেই মাঠে নামেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন পর তুখোড় ফর্মে ছিলেন সূর্যকুমার। ২০৪ স্ট্রাইক রেট নিয়ে মাত্র ২৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। তবে ম্যাচের পর বিরাটের খেলার প্রশংসা করলেন সূর্যকুমার। জানালেন, বিরাটের ব্যাটিংয়েই তিনি মুগ্ধ।
আরও পড়ুন: ভাইফোঁটায় ঘুচে গেল বৈষম্য, সমান ম্যাচ ফি পাবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা
সূর্যকুমারের ঝোড়ো ইনিংসে শেষ কয়েক ওভারে বড় রান তুলে ফেলে টিম ইন্ডিয়া। ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে নেয় ভারত।