টিমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে না সূর্যকুমার যাদবকে। বোর্ডের মেডিকেল স্টাফরা কিছু ঘোষণা করেননি। এর মধ্যেই মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন সূর্যকুমার যাদব। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
আগামী ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে সূর্যকুমার যাদব খেলবেন না। সানরাইজার্স ম্যাচে নামার কথা ছিল তাঁর। মঙ্গলবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভাঙা হৃদয়ের ইমোজি শেয়ার করেন সূর্য। আর কিছু লেখেননি। তবে কি আইপিএল থেকেই ছিটকে গেলেন তিনি! যদিও বোর্ড বা মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
জানা গিয়েছে, মাঠে ফেরার মতো ফিট নন সূর্যকুমার। NCA তাঁকে ফিট ঘোষণা করেনি। ২১ মার্চ ফের তাঁর ফিটনেস পরীক্ষা। সূত্রের খবর, ফের তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে।