হেক্সা জয়ের লক্ষ্যে এবার আইপিএলের ময়দানে নামবে গত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু প্রথম ম্যাচে থাকছেন না সূর্যকুমার যাদব। কারণ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি সূর্য। ক্রমেই কঠিন হচ্ছে তাঁর দলে ফেরার লড়াই। যদিও জানা গিয়েছে, বৃহস্পতিবার ফের ফিটনেস টেস্ট করা হবে। পাস করলে তবে দলে ফিরবেন সূর্য।
ফিটনেস ফেল করার কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সূর্য। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লাল রঙের ভগ্ন হৃদয়ের ছবি পোস্ট করেছেন সূর্য। যা দেখে বোঝাই যাচ্ছে মাঠে না নামতে পারার কারণে মন খারাপ সূর্যের।
আরও পড়ুন- বিরাট-ই যথেষ্ট, কেন বললেন কোহলি ?
জানুয়ারিতে জার্মানি গিয়ে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছেন সূর্যকুমার যাদব। দেশে ফিরে এনসিএতে রিহ্যাব শুরু হয় তাঁর। জিম, ওয়ার্কআউট সবই জারি ছিল। কিন্তু ফিটনেস পাস করতে পারেননি। ২১ মার্চ ফের ফিটনেস টেস্ট রয়েছে। এদিন পাস করলেই দলে ফিরবেন সূর্য।