গ্যালারিতে কারও হাতে পোস্টার, মিস্টার ৩৬০। আবার কারও হাতে, স্কাই ইজ লিমিট। হ্যাঁ, ওয়াংখেড়ের পিচে ২১৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ফর্মে ফিরলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করলেন। এমন কিছু শট খেললেন, যা উপভোগ করলেন আপামর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শেষ করে আসতে পারলেন না। আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হল।
ইনিংসে পরপর সুইপ। লেগ স্ট্যাম্পে অবিশ্বাস্য সব শট। অধিকাংশ পড়ল গ্যালারির স্ট্যান্ডে। ডাগআউট থেকে হাততালি দিচ্ছেন খোদ সচিন তেন্ডুলকর। আর সূর্যের ব্যাটিংয়ে যেন আলাদা করে জেগে উঠল ওয়াংখেড়ে। জয়ের আশা নতুন করে ফিরে পেল যেন মুম্বই। ২৫ বলে ৫৭ রান করে ফিরলেন আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে।
আরও পড়ুন: শেষ ওভারে ২ উইকেট নিয়ে নায়ক আর্শদীপ, মুম্বইকে ১৩ রানে হারাল পঞ্জাব কিংস
সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা মুম্বইয়ের জন্য সুখবর। এই ম্যাচে জিততে না পারলেও তাঁর পারফরম্যান্সে স্বস্তি পেলেন অধিনায়ক রোহিত শর্মা। আগামী ম্যাচে এই ফর্মে সূর্যকুমার থাকলে, বিপক্ষ টিমকে আলাদা করে ভাবতেই হবে।