ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের লেজেন্ড ওলে গানার সলশেয়ারের সঙ্গে দেখা ভারতের ক্রিকেট তারকা সূর্যকুমার যাদবের। ভারত সফরে এসেছেন প্রাক্তন ম্যান ইউ তারকা। বেঙ্গালুরুতে একটি ইভেন্টে দেখা হয় দুই তারকার। ম্যান ইউ ও ভারতের জার্সি নিয়ে ছবি তোলেন দুই তারকা।
বর্তমানে চোট পেয়ে জাতীয় দলের সঙ্গে নেই সূর্যকুমার যাদব। অনুষ্ঠানে চোট নিয়ে কথা বলেন, সূর্যকুমার যাদব। সলশেয়ার জানান, "কখনও কখনও নিজেকে মাথা একটু ফ্রেশ করে নিতে হয়। তারপর আবার এগিয়ে যেতে হয়।" সূর্যকুমারকে সলশেয়ার পরামর্শ দেন, "কখনও তাড়াতাড়ি অবসর নিও না। যতক্ষণ টিকে থাকা যায়। যতক্ষণ টিকে থাকবে, নিজের সেরাটা দেবে।"
১৯৯৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে শেষ মুহূর্তে নির্ধারক গোল করেন সলশেয়ার। তাঁর ওই গোলেই এক মরশুমে ত্রিমুকুট জেতে ম্যান ইউ। ২০১৮-১৯ মরশুমে ম্যান ইউ-র কোচও হন তিনি।