এই বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং বোর্ড সচিব হিসাবে জয় শাহের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই বোর্ডের গঠনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করল বিসিসিআই। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহে এই মামলা শুনানি হবে। এতদিন নিয়ম ছিল টানা ছয় বছর বোর্ডে কোনও পদে থাকলে, পরবর্তী তিন বছরে বিশ্রামে যেতে হবে। ওয়াকিবহাল মহলের মতে, মূলত এই নিয়মকে বদল করতেই শীর্ষ আদালতের কড়া নেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
তিন বছর আগে বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের ছটি সংশোধনের দাবি তোলা হয়েছিল। যার অন্য়তম ছিল কর্তাদের মেয়াদ বাড়ানো। এই নিয়ম যদি কার্যকর থাকে, তাহলে সৌরভ, জয় শাহ তো বটেই, এমনকী অনেক কর্তাই আছেন, যাঁদের তিন বছরের জন্য বিশ্রামে যেতে হবে। আর এই তিন বছর তাঁরা কোনও ক্রিকেট সংস্থার পদে থাকতে পারবেন না।
আরও পড়ুন : আসন্ন কমনওয়েলথ গেমসে ভারতের সেরা বাজি টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা
২০১৪ সালে সিএবি-র প্রেসিডেন্ট পদ সামলেছেন সৌরভ। তারপর তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। ২০১৩ সাল থেকে গুজরাত ক্রিকেট সংস্থার সচিব পদে কাজ করছেন জয় শাহ। হিসাব কষলে দেখা যাচ্ছে, দু জনের মেয়াদ কার্যত শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই, ভারতীয় বোর্ডের আবেদনে মূল বিষয়ই হচ্ছে প্রেসিডেন্ট ও সচিবের মেয়াদ যেন বাড়িয়ে দেওয়া হয়। তাঁদের যেন কুলিং অফে যাওয়ার নিয়ম না থাকে।