সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হচ্ছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও বোর্ড সচিব জয় শাহের (Jay Shah)। মেয়াদ বৃদ্ধি ও সংবিধান বদল নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে বিসিসিআই (BCCI)। বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়েছে, এই মামলার শুনানি হবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা জানান, "বিচারপতি দীপক মিশ্রা ও বিচারপতি খানউইলকর এখন নেই। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও আরও দুই বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে।"
তিন বছর আগে বোর্ডের সাধারণ সভায় গঠনতন্ত্রের ছটি সংশোধনের দাবি তোলা হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল কর্তাদের মেয়াদ বাড়ানো। টানা ৬ বছর বিসিসিআই বা রাজ্য সংস্থার প্রশাসনে থাকলে তিন বছর কুলিং অফ পিরিয়ডে যেতে হবে বোর্ড কর্তাদের। এই নিয়মের ফলে সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহের মেয়াদ শেষ হতে চলেছে। শুধু তাঁরাই নন, এই নিয়মের আওতায় অনেকেই কোনও দায়িত্বে থাকতে পারবেন না।
আরও পড়ুন: ফুটবল বিশ্বকাপের মেসি-রোনাল্ডোদের নিরাপত্তায় মোতায়েন পাকিস্তানের সেনাবাহিনী!
লোধা কমিটির রিপোর্টের পরই বোর্ডের সংবিধানে ঢোকে এই কুলিং অফ পিরিয়ড। ২০১৪ সালে সিএবি-র প্রেসিডেন্ট পদ সামলেছেন সৌরভ। তারপর তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছে। ২০১৩ সাল থেকে গুজরাত ক্রিকেট সংস্থার সচিব পদে কাজ করছেন জয় শাহ। হিসাব কষলে দেখা যায়, ২ জনের মেয়াদই কার্যত শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই, ভারতীয় বোর্ডের আবেদনে মূল বিষয়ই হচ্ছে প্রেসিডেন্ট ও সচিবের মেয়াদ যেন বাড়িয়ে দেওয়া হয়। তাঁদের যেন কুলিং অফে যাওয়ার নিয়ম না থাকে।