আইপিএলের এই মরশুমে হেনরি ক্লাসেনকে পেরিয়ে গেলেন সুনীল নারিন। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এই মরশুমে সবথেকে বেশি ছয় এল নারিনের ব্যাটে। এই ম্যাচে তাঁর ব্যাটে এল ৮১ রানের ইনিংস। ১১টি ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ৪৬১। কমলা টুপির দৌড়ে বিরাট কোহলি ও রুতুরাজ গাইকোয়াড়ের পরেই আছেন তিনি।
রবিবার আইপিএলে সুনীল নারিনের ব্যাটে আসে ৭টি ওভার বাউন্ডারি। ১১টি ইনিংসে কেকেআরের হয়ে মোট ৩২টি ছয় নারিনের নামের পাশে। ১০টি ইনিংসে ক্লাসেনের নামের পাশে ছিল ৩১ টি ছয়।
এই তালিকায় ক্লাসেনের পরই আছেন অভিষেক শর্মা, শিবম দুবে, রিয়ান পরাগ। রবিবার ৭টি ছয় মেরে ক্লাসেনকে পেরিয়ে শীর্ষে উঠলেন নারিন।