গল্প হলেও সত্যি। সচিন স্টেশনে দাঁড়িয়ে সুনীল গাভাসকর। নিজের ইনস্ট্রা হ্যান্ডেলে এই ছবি পোস্টের পর ভাইরালও হয়েছে। নিজেই এই ব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় ক্রিটেকের প্রথম লিটল মাস্টার।
সম্প্রতি গুজরাত গিয়েছিলেন সানি। গিয়েছিলেন সুরাতে। সেখানেই রয়েছে কনসর বলে একটি অঞ্চল। সেই অঞ্চলের অন্তর্গত সচিন। এই নামে রয়েছে একটি রেল স্টেশনও। সেই স্টেশনে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলেছেন গাভাসকর।
কিন্তু যাঁর নাম ঘিরে এই কাণ্ড, সেই সচিন কী জানেন, তাঁর নামে স্টেশনের কথা ? গাভাসকর জানিয়েছেন, সেই গল্প একদিন সচিনের সঙ্গে দেখা হলে তিনি করবেন।