বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে হার। এখনও সেই ক্ষত সারেনি। এবার ব্যাট-বলের লড়াই থেকে নিজেকে দূরে রেখেছেন রোহিত শর্মা। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। পাশাপাশি টেস্ট সিরিজের জন্য তৈরি হচ্ছেন। হিটম্যানকে এবার বড় বার্তা দিলেন সুনীল গাভাসকর। জানালেন, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের সুযোগ যেন হাতছাড়া না করেন ভারত অধিনায়ক।
গাভাসকরের মতে, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে হলে বড় ভূমিকা নিতে হবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। গত ছয় মাসে দুই ক্রিকেটার দারুণ ফর্মে আছে। গাভাসকর জানিয়েছেন, তিনি রোহিতের দিকেই বেশি করে তাকিয়ে আছেন। হারের ক্ষত মেটানোর সবথেকে বড় সুযোগ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জেতা। রোহিত-বিরাটদের সামনে সেই সুযোগ আছে বলেই মনে করছেন গাভাসকর।
বিরাটকে গাভাসকর বলেন, "বরাবরই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তুখোড় ফর্মে থাকেন বিরাট। ও টেস্ট ক্রিকেট ভালবাসে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বিরাটের রেকর্ডও ভাল। আশা করা যায়, বিরাট নিজে এবার ছাপিয়ে যাবে।"