বিরাট কোহলির (Virat Kohli) পরে ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দৌড়ে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নাম শোনা যাচ্ছে কে এল রাহুল (KL Rahul), যশপ্রীত বুমরার। কিন্তু কিংবদন্তি ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) মতামত অনেকটাই আলাদা।
সুনীল গাভাসকারের মতে, বিরাটের পরে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত তরুণ উইকেটরক্ষক, ব্যাটসম্যান ঋষভ পন্থকে (Rishabh Pant)। ইন্ডিয়া টুডে-কে সানি জানিয়েছেন, ঋষভ নিজেকে টেস্ট দলে অপরিহার্য করে তুলেছেন।
আরও পড়ুন: Virat Kohli: ২০ ঘণ্টা আগেই ড্রেসিংরুমে সতীর্থদের পত্যাগের কথা জানান কোহলি
ঋষভের প্রতিভা নিয়ে সংশয় না থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে তাঁর উইকেট ছুঁড়ে আসা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই সানির এমন মন্তব্য!