আইপিএল ফাইনালের আগে হার্দিককে প্রশংসায় ভরিয়ে দিলেন সুনীল গাভাসকর। চোট থেকে ফিরেই আইপিএলের নতুন টিম গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছেন। গত এক বছরে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে। ধোনি ও রোহিতের পর টানা দুবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়তে পারেন। তাই হার্দিকের মধ্যে ধোনির ছায়া দেখছেন গাভাসকর।
গাভাসকরের মতে, যারা ধোনির কেরিয়ার দেখেছেন, তারা জানেন। টস করার সময় হাসিমুখে থাকেন। মাঠে নামলেই পরিবেশই যেন বদলে যেন। স্টার স্পোর্টসের একটি সাক্ষাৎকারে গাভাসকর জানিয়েছেন, হার্দিকও ধোনির মতো সেই বিষয়টি তাড়াতাড়ি শিখে নিয়েছেন। গতবছর প্রথম বার নতুন দলকে নেতৃত্ব দিতে এসেছিলেন। কী প্রত্যাশা থাকতে পারে। কিন্তু গতবছর থেকে টিমে যে শান্ত পরিবেশ তৈরি করেছেন, তার সম্পূর্ণ কৃতিত্ব হার্দিকের।
টানা দুবার গুজরাত টাইটান্সকে ফাইনালে তুলেছেন। এবার হার্দিকদের প্রতিপক্ষ ধোনিব্রিগেড। গতবার রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাত। এবার চেন্নাইয়ের বিরুদ্ধে কাজটা সহজ হবে না।