ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli ) জন্মদিন। ৩৫ বছরে পা দিলেন কিং কোহলি। আর তাঁর জন্মদিন উপলক্ষে পুরির সমুদ্র সৈকতে বালি দিয়ে 'বিরাট' ভাস্কর্য তৈরি করলেন শিল্পী সুদর্শন পট্টনায়েক (Sudarsan Pattnaik)।
শিল্পীর তৈরি এই বিশালাকার ভাস্কর্যে ফুটে উঠেছে কিং কোহলির হাসি মুখ। তাঁর গায়ে রয়েছে ভারতের নীল রঙা জার্সি। তাঁর মাথার দু'পাশে রয়েছ শত শত ক্রিকেট ব্যাট। চারপাশে রয়েছে ঘাসে ভরা ক্রিকেটের মাঠ। মুর্তির পাশেই লেখা 'হ্যাপি বার্থডে'। আর মাঠের বাইরে নীল রঙা বর্ডারের উপরে সাদা বল দিয়ে লেখা বিরাট।
আরও পড়ুন - আজ বিরাটের জন্মদিন, সেলিব্রেশন কী সচিনের ৪৯-কে স্পর্শ করে ?
রবিবাসরীয় সকাল থেকেই মেতে উঠেছে গোটা দেশ। আজ 'বিরাট' রাজার জন্মদিন। কলকাতায় উত্তেজনা আরও একটি বেশি। কারণ এই বছরের জন্মদিনে কলকাতায় রয়েছেন বিরাট। রবিবারেই ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন তিনি। ২২ গজে ব্যাট হাতে যুদ্ধ করবেন তিনি।